অান্তর্জাতিক ডেস্ক: লন্ডনের উত্তরাঞ্চলে ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসির।
৭০ জন ফায়ার সার্ভিসকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন।
বিবিসির খবরে বলা হয়, ঘটনাস্থলে ১০টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়েছে।
মার্কেটটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, মার্কেটের কাছের ভবনগুলোতে বিস্ফোরণের আশংকা রয়েছে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সংস্থা এবং মেট্রোপলিটন পুলিশও ঘটনাস্থলে আছে। তবে আহত কাউকে দেখতে পাননি তারা।
জোন রাইবস নামের ২৪ বছর বয়সী একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি চিৎকার করে ট্রাফিক পুলিশকে ডাকতে থাকেন। কারণ আগুন খুব বিপজ্জনক ছিল। ভবনগুলো যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।
পুলিশের এক মুখপাত্র জানান, লন্ডন ফায়ার সার্ভিসকর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে গেছেন। আগুনে কেউ আহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।