মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ১৫ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করেছে সরকার।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৪৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ১৮৫ জন।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন- রংপুর সদরের রূপালী রানী সিংহ, গোপালগঞ্জের কাশিয়ানীর মর্জিনা বেগম, বাগেরহাটের মোড়েলগঞ্জের মমতাজ বেগম এবং সাতক্ষীরার দেবহাটার প্রভা রানী ঘোষ, বরিশালের আগৈলঝাড়ার মোসা. মমতাজ বেগম, কিশোরগঞ্জের নিকলীর রেহেনা খাতুন (মৃত) এবং লালমনিরহাটের হাতীবান্ধার মমেনা, মোছা. খতিনা বেগম ও মোছা. সালেহা বেগম।
এছাড়া শরীয়তপুরের গোসাইরহাটের ভানু বিবি এবং জামালপুরের ইসলামপুরের মোসা. রংমালা খাতুন, রাবেয়া বেগম, মোছা. সামছুন্নাহার, ছকিনা বেগম ও মোছা. শেফালী বেগম মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
এ বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মত অন্যান্য সব সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।