ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেনো খেলতে না পারে, সেদিকে লক্ষ্য রেখেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
মঙ্গলবার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি আমলে রোজার মাসে শ্রমিকরা যখন আন্দোলন করলো তখন ১৭জন শ্রমিককে গুলি করে হত্যা করেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন সময় শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। আমি নিজে গিয়েছি, তোদের কথা শুনেছি, আশ্বাস দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, যাদের শ্রম দিয়ে দেশের অর্থনীতির চাকা ঘুরবে তারা যেনো ভালোভাবে চলতে পারে সেটাই আমাদের লক্ষ্য। কারণ জাতির পিতা সবসময়ই এই শোষীত মানুষের পক্ষেই ছিলো। সেভাবেই তিনি কাজ করেছেন। দিন মজুর, কৃষক, শ্রমিক তাদের কথাই তিনি সবসময় বলেছেন। আমরা সবসময় সেটাই চেষ্টা করি। জাতির পিতা সবসময় জণগনের সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারি শ্রমিকদের সংখ্যা এখন কম। শ্রমিকদের উন্নয়নে মঞ্জুরি কমিশনে পরিবর্তন আনা হয়েছে। শ্রমিকদের উন্নয়ন লক্ষেই এতোকিছু করা হচ্ছে।