অগ্রসর রিপোর্টঃ
দেশের সবচেয়ে পুরনো ও বড় ঈদগাহ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া আগামী ঈদে দ্বিতীয় স্থানে নেমে যাচ্ছে। কারণ, দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ মাঠে পাঁচ লাখ মানুষের নামাজের ব্যবস্থা করা হচ্ছে।
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের এমপি ইকবালুর রহিমের বিশেষ উদ্যোগে ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এই ঈদগাহ প্রস্তুত করা হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরে দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে বাংলাদেশের তথা উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত। নব নির্মিত দেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনারের এই ময়দানে এক সঙ্গে ৫ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এ প্রসঙ্গে ইকবালুর রহিম এমপি বলেন, গোর-এ শহীদ ময়দানে আমরা উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাতে সামিল হতে পারবো ইনশাল্লাহ। ভারতের কুতুবডাঙ্গার মিনার বা বিশ্বের অন্য কোনো দর্শনীয় মিনারের চেয়েও আমাদের এই ঈদগাহের মিনার সুন্দর, মনোমুগ্ধকর ও অত্যাধুনিকভাবে নির্মিত। এই ঈদগাহ ময়দানে আর কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলেও জানান হুইপ ইকবালুর রহিম।
এতোদিন দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে।