টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংর্ঘষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ সেনা সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুন) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে । ঘটনার পর এই সড়কে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী শ্যামলী পরিবহন নামে একটি বাস মহাসড়কের পাকুল্লা এলাকায় পৌছায়। এ সময় মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার লাভলু মিয়া (৩৫) মারা যায়। এতে বাসে থাকা ৬ সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়।
সেনাবাহিনীর নতুন প্রশিক্ষনার্থী সদস্যরা বাসটি রির্জাভ ভাড়া নিয়ে চট্রগ্রাম থেকে পাবনা যাচ্ছিল।