বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার নব-নির্বাচিত সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজীর একটি অস্ট্রেলিয়ান গরুকে বৃহস্পতিবার গভীর রাতে বিষ (বাসুডিন) খাইয়ে হত্যা করেছে দৃর্বৃর্ত্তরা। জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নব-নির্বাচিত (সম্প্রতি নির্বাচিত) চেয়ারম্যান মোঃ সুলতান ফরাজীর তিনটি অস্ট্রেলিয়ান গরু পূর্বের মতই গোয়াল ঘরে বাঁধা ছিল।
বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃর্ত্তরা গরু তিনটিকে বাসুডিন খাইয়ে দেয়। এতে একটি গরু রাতেই মারা যায়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। গুরুতর অসুস্থ হয়ে পড়েছে অপর দুটি গরু। এ দুটি গরুর মূল্য প্রায় পৌনে ২ লক্ষ টাকা।
শুক্রবার সকালে চেয়ারম্যানের লোকজন গোয়াল ঘরে একটি গরু মরা এবং দুটি অসুস্থ্য দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসুডিনের গুড়া উদ্ধার করেছে। অসুস্থ গরু দুটিকে উপজেলা প্রাণী চিকিৎসক চিকিৎসা দিয়েছেন।
সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী জানান, তিনটি অস্ট্রেলিয়ান গরু হত্যার উদ্দেশ্যে দুর্বৃর্ত্তরা বিষ খাইয়েছে। এতে একটি গরু মারা গেছে এবং দুটি গুরুতর অসুস্থ্য হয়ে পরেছে।
তালতলী উপজেলা সহকারী প্রাণী স¤পদ চিকিৎসক সঞ্জয় কুমার শিকদার জানান, মৃত্যু গরুর ময়না তদন্তের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি আরো বলেন, গুরুতর অসুস্থ দুটি গরুকে চিকিৎসা দেয়া হয়েছে। তালতলী থানার এসআই সাইদুল ইসলাম জানান, গরুকে বিষ খাইয়ে হত্যার আলামত পাওয়া গেছে।