ষ্টাফ রিপোর্টার- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকীতে আজ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ভোরে ঢাকার ধানমন্ডিতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার ঘটানো এক রক্তাক্ত অভ্যূত্থানে তিনি স্বপরিবারে নিহত হন।
এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে শেখ মুজিবের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অর্পন করেন। পরে সর্বস্তরের মানুষের জন্য তা উন্মুক্ত করে দেয়া হয়। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মিরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শেখ মুজিবের কবরেও রাষ্ট্রীয়ভাবে পুস্পস্বক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া সারাদেশে আলোচনা সভা, মিলাদ-মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
আওয়ামী লীগের নেতারা বলেছেন, শেখ মুজিবের ৪০ তম মৃত্যুবার্ষিকী তাদের কাছে ভিন্ন তাৎপর্য নিয়ে এসেছে। তারা মনে করেন, চার দশক আগে হত্যাকান্ডের পর নানান প্রচারণা চালিয়ে শেখ মুজিবকে নিয়ে বিতর্ক সৃষ্টি এবং তাঁ ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা হয়েছিল। এখন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে। নতুন প্রজন্মও এখন শেখ মুজিব সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়ে এগুচ্ছে বলে আওয়ামী লীগ নেতারা মনে করেন।