= মুজিবের স্মৃতি =
= আবু সাহেদ সরকার=
মুজিব আমার মুজিব তোমার
বাঙালী জাতির প্রাণ,
লক্ষ যে তার ছিল অটুট
রেখেছে সবার মান।
পাক-হানাদের তাড়িয়ে আজি
পেয়েছি স্বাধীন দেশ,
তাহার স্মৃতি থাকবে অমর
হবেনা কখনো শেষ।
দেশের জন্য দিয়েছে জীবন
খেটেছে শত মামলা,
জেলের মাঝে পাক-বাহিনী
করেছে কত হামলা।
থাকবে তাহার স্মৃতিজুড়ে
বাঙলা মায়ের কথা,
জাতিরা সব কাঁদবে সদা
থাকবে মনে গাঁথা।