নকলা, (শেরপুর) প্রতিনিধি : নকলায় প্রতি কেজি চালের মূল্য বেড়ে দাড়িয়েছে ৪৮ টাকা। বোরো মৌসুমের শুরুতে আগে নতুন চাল মূল্য ছিল ১ কেজি ৩৫ টাকা। এখন সেখানে ১ কেজি চাল ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। খোলা বাজারে চালের মূল্য বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে সাধারণ ক্রেতা থেকে শুরু করে সরকারী গুদাম পর্যায়ে।
জানা গেছে, সরকার এবছর সারাদেশে ৮ লাখ মেট্রিকটন চাল লক্ষমাত্রা ধরে ৩৪ টাকা কেজি সংগ্রহ অভিযান শুরু সরকারের খাদ্য অধিদপ্তর ১ মাসে সংগ্রহ করে মাত্র ২ লাখ মেট্রিকটন। খাদ্য অধিদপ্তর ৭ লাখ মেট্রিকটন দেশ থেকে ১ লাখ বিদেশ থেকে সংগ্রহ করার কথা ঘোষনা করলেও এবছর তা কোন ভাবেই সম্ভব হয়ে উঠছে না।
গত বছর এ সময়ে সরকারের মওজুদ ছিল ৬ লাখ মেট্রিকটন, চালের মওজুদ কমে যাওয়ার ফলে খোলা বাজারে স্বল্পমূল্যে কর্মসূচি ওএমএস (অপেন মার্কেট সেল্স)বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে গরিব মানুষ। গত ১২ ডিসেম্বর খাদ্য মন্ত্রনালয়ের নতুন এক আদেশে আপদকালীন খাদ্য মজুদ করার নির্দেশ দেওয়া হয়।
নতুন চাল বাজারে আসার প্রথম দিকে দাম কম থাকলেও এখন তা আবার বেড়ে গেছে। সরকারী উদ্যোগে দাম কমানোর কোন ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। চাল কল মালিকরা বলছে, হাওরে ফসল হানি হওয়ার ফলে ৫০ হাজার মেট্রিকটন কম উৎপাদিত হবে। কিন্তু সরকারের দ্রুত এবিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। অন্যথায় সবচেয়ে বিপদে পড়বে দেশের মানুষ। আর সরকারের ভাবমুর্তি যে ক্ষতি হবে তা সামলিয়ে উঠাও কঠিন হবে। শেরপুর জেলার চাল কল মালিক আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন, বর্তমানে ধানের দাম বেড়ে যাওয়ায় সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
সরকারি ভাবে চালের সংগ্রহ মূল্য পূর্ণ বিবেচনা করা হলে এ চালের সংগ্রহ সম্ভব হবে। জেলা মিলমালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম তালুকদার সেলিম বলেন, চালের বাজার মূল্য পূর্ণ নির্ধারণ করা না হলে সরকারী লক্ষ্যমাত্রা পূরণ করা কখনই সম্ভব নয়।