অগ্রসর ডেস্ক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী দেশে সংবাদপত্র থাকলেও সেখানে সব সত্য কথা লেখার অধিকার নেই মন্তব্য করে জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আজ সংবাদপত্র ও জনগণের বাকস্বাধীনতার কথা বলা হচ্ছে। কিন্তু কোথায় জনগণের বাক স্বাধীনতা?
বদরুদ্দোজা চৌধুরী বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সবুজবাংলাটোয়েন্টিফোরডটকম (www.Shabujbangla24.com)-এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
আজো সাগর-রুনি হত্যার বিচার হয়নি বলে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কোনো এক জুন মাসেই চারটি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। এখন সংবাদপত্র থাকলেও সেখানে সত্য কথা লেখার অধিকার আছে কী?
তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তা না হলে এ জাতির মুক্তি নেই।
তিনি সব ভেদাভেদ ভুলে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রোজা আমাদের তাকওয়া অর্জন করতে শেখায়। রোজার মাসে আমরা আমাদের চরিত্র গঠনের যেটুকু সময় পাই সেটুকু সময় যথেষ্ট নয়। সুতরাং সারা বছরই নিজেদেরকে গঠন করতে হবে।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে দেশে সর্বোচ্চ শিক্ষিত ও যারা কাজ করে তাদেরকে দায়িত্ব দিতে হবে। বিশেষ করে এদেশের শিক্ষামন্ত্রী তিনিই হবেন যিনি ব্যক্তিগত জীবনে চরিত্রবান, সুশিক্ষিত এবং শিক্ষা ক্ষেত্রে সব বিষয়ে জানেন ও বোঝেন। আমরা যদি এই খাতটাকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ধরে এগিয়ে যেতে পারি তা হলে ভবিষ্যত প্রজন্ম আরো অনেক কিছু করতে পারবে।
সবুজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার রুমিন ফারহানা, জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, আলহাজ্ব আবদুর রহমান, হুমায়ূন কবির বেপারী, আবুল কালাম আজাদ এডভোকেট মো: আল-আমিন, কে, এম রকিবুল ইসলাম রিপন প্রমূখ । খবর : সংবাদ বিজ্ঞপ্তি