জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন, রমজান, পবিত্র জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি শুরু হবে ২৮ মে। ছুটি চলবে ৬ জুলাই পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় টানা ৪৪
দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, শুক্রবার ও শনিবার (৭ ও ৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হবে ৯ জুলাই।
গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এছাড়া
অফিস খোলাকালীন সময় কোন বিভাগ প্রয়োজন মনে করলে যেকোন পর্বের পরীক্ষা গ্রহণ
করতে পারবে। এদিকে ২৮ মে ছুটি শুরু হলেও ২৬ ও ২৭ মে বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক
ছুটি থাকায় ক্লাস শেষ হবে আজ বৃহস্পতিবার।
তবে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ দীর্ঘ ছুটির মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।