ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে পাচারকালে ১ লাখ পিস গলদা চিংড়ির রেনু জব্দ করা হয়েছে। বুধবার ভোর রাতের দিকে মৎস্য বিভাগের একটি টিম উপজেলার বেতুয়া লঞ্চ ঘাট এলাকায় এ অভিযান চালায়।
এসময় দুই পাচাকারী ও একটি চিংড়ির রেণু বহনকারী নসিমন আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে।
আটককৃতরা হলেন, সাজাহান ও রিয়াজ। তাদের বাড়ি উপজেলার আসলামপুর ইউনিয়নে।
চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসার পলাশ হালদার জানান, চরফ্যাশন থেকে বাগেরহাটের দিকে গলদা চিংড়ি রেনু পাচার করছে এমন সংবাদ পেয়ে মৎস্য বিভাগের একটি চিম বেতুয়া লঞ্চ ঘাটে অভিযান চালায়। এ সময় একটি নসিমনসহ ১ লক্ষ পিস রেনু জব্দ করা হয়। পরে জব্দকৃত রেনু উপজেলার বিভিন্ন সরকারি পুকুরে অববমুক্ত করে দেয়া হয়।
আটককৃত দুই পাচারকারীকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
মৎস্য সংরক্ষনের লক্ষে এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।