গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ স্কুলে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৮ শ্রেণীকক্ষ, অফিস রুম, কম্পিউটার ও চেয়ার-টেবিলসহ গুরুত্বপূর্ন কাগজ পুড়ে ছাই হয়েছে।
গত ২২ মে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের ধানঘড়া এলাকায় প্রতিষ্ঠানটির দক্ষিণ ক্যাম্পাসে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান রাতে জেলার উপর দিয়ে প্রচন্ড বেগে ঝড় হয়।
এ সময় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। কিন্তু ঝড় বৃষ্টি চলে যাওয়ার পর হঠাৎ বিদ্যুৎ সচল হয়। এ সময় বিদ্যুতের ভোল্ট বেশি থাকায় বিদ্যালয়টির দক্ষিণ পাশের ১নং ক্যাম্পাসে কম্পিউটার লাইনের সুইচ চালু থাকায় সেখান থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।