আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার সেনা সদস্যদের সাথে সংঘর্ষে স্থানীয় ১০ দস্যু নিহত ও আরো আটজন আহত হয়েছে। সেনা কমান্ডার একথা জানান। খবর সিনহুয়ার।
৩৩ তম পদাতিক বাহিনীর কমান্ডার লে. কর্নেল হ্যারল্ড কাবুনক জানান, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের সুলতান কুদরত প্রদেশের বুয়াল গ্রামে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ বন্দুক যুদ্ধ হয়।
তিনি জানান, সেখানে এ যুদ্ধে সেনাবাহিনীর এক সার্জেন্ট সামান্য আহত হন।
তিনি আরো জানান, সেনা ও স্থানীয় পুলিশ বাহিনীর সদস্যরা ওই গ্রামে অভিযান চালানোর সময় বন্দুকধারীরা বেপরোয়া গুলি বর্ষণ করলে সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।
তিনি জানান, সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা সেখান থেকে এক দস্যুকে গ্রেফতার এবং একটি বন্দুক উদ্ধার করে।
কাবুনক জানান, স্থানীয় বাসিন্দাদের অনুরোধের প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় দস্যুদের বিরুদ্ধে এ অভিযান চালায়।