অগ্রসর ডেস্ক : দিন যত যাচ্ছে প্রযুক্তি আর পদ্ধতিতে যুক্ত হচ্ছে নতুনমাত্রা। আর এসব পরিবর্তনকে সাদরে গ্রহণ করছে তরুণ প্রজন্ম।
এই যেমন সাধারণ উপায়ে চুল কাটার পদ্ধতি ও উপকরণ সম্পর্কে আমাদের সবারই কম-বেশি জানা। যে বিষয়টি অনেকের অজানা বা কল্পনাতেই আসেনি সেটি হলো-আগুন দিয়ে চুল কাটা, যাকে বলা হচ্ছে ’ফায়ার হেয়ারকাট’।
সম্প্রতি ভারতের দিল্লিতে চালু হওয়া ‘ফায়ার হেয়ারকাট’দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দিল্লি শহরে যেসব সেলুনে ‘ফায়ার হেয়ারকাট’ সিস্টেম আছে। সেসব সেলুনে স্টাইলিশ তরুণ-তরুণীদের ভিড় বাড়ছে।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা যায়।
এ পদ্ধতিতে মোমবাতির মধ্যে আগুন ধরিয়ে চুল পুড়িয়ে খাটো করা হয়। অবশ্য ভিডিও ক্লিপটি দেখলে চুল কাটার নতুন এ পদ্ধতি সম্পর্কে ধারণা আরো পরিষ্কার হবে।