সুনামগঞ্জ প্রতিনিধি : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবেদন করায় বহুজাতিক সিমেন্ট ফ্যাক্টরী সুনামগঞ্জের ছাতকের লাফার্জ লাফার্জ সুরমায় কর্মরত শতাধিক শ্রমিকের চাকুরি গেল। এ ঘটনায় শ্রমিকদের আম-ছালা দুটোই হারাতে হয়েছে।
শ্রমিক-কর্মচারীদের সূত্রে শনিবার রাতে জানা গেছে, ছাতকের লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে শ্রমিক-কর্মচারিরা গত কয়েকমাস ধরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে নিয়োগ দাতা প্রতিষ্ঠানের মাধ্যমে লাফার্জ কর্তৃপক্ষের বরাবর আবেদন জানিয়ে আসছেন।
এক পর্যায়ে শ্রমিক কর্মচারী সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এইচ আর এন্টারপ্রাইজ ও শাহজাহান ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অধীনে থাকা শতাধিক শ্রমিক গড়ে এক যুগ ধরে কর্মরত থাকা অবস্থায় দ্রব্য মুল্যের সাথে সঙ্গতি রেখে, বেতন ভাতা বৃদ্ধির দাবি করায় কর্মবিরততি পালন করেন ১মে থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের ওই সব শ্রমিক কর্মচারীদের কাজে যোগদান বন্ধ করে দেয়।
এ ব্যাপারে লাফার্জ সুরমা সিমেন্টের মেকানিক্যাল বিভাগের শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি ছাদ মিয়া ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ শনিবার রাতে জানান, শ্রমিক কর্মচারীদের বীমা ইন্সুরেন্স সুবিধা, শতভাগ বেতন বৃদ্ধি, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ, মেডিকেল ছুটিসহ বিভিন্ন সুবিধা দাবি করায় তাদের চাকরিচ্যুত করা হয়।
ছাতকের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের নিকট বিষয়টি খতিয়ে দেখে চাকরিতে পুর্নবহাল করার দাবি জানিয়ে শনিবার চাকুরিচুত্য শ্রমিক-কর্মচারীরা আবেদন করেন।
ছাতকের লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের গণসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম শনিবার রাতে বলেন, ঠিকাদারদের সাথে লাফার্জের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগকৃত শ্রমিক-কর্মচারীদের কাজ বন্ধ করে দিয়েছে বলে জেনেছি।’ এদিকে চাকুরিচ্যুত করায় গত ১৩ দিন ধরে ওই সব শ্রমিক-কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।