কলকাতা প্রতিনিধি : ৯ মে সকাল থেকেই কোলকাতাসহ সারাদেশ জুড়ে ২৫ শে বৈশাখ উপলক্ষ্যে রবিন্দ্রসঙ্গীত মুখরিত প্রভাত ফেরি আয়োজিত হয়েছে দেশের বিভিন্ন রবিন্দ্র জয়ন্তী উৎসব পালিত হয়।
সমগ্র দেশবাসির এই দিনটির প্রতি উৎসাহ দেখে মনে করা যায় সারা দেশ জুড়ে রবিন্দ্র জয়ন্তী উৎসব এক অভিনব আন্দোলনের রূপ ধারন করেছে। দেশবাসির এই উৎসাহ থেকে আজ প্রমাণিত যে কবি গুরু রবিন্দ্র ঠাকুর আজও সমগ্র দেশবাসির কাছে এক অমূল্য কবিই শুধু নন, আজও ছোট-বড়ো সবার মনে সমমর্যাদায় পূজিত হন। রবিন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষ্যে রবিন্দ্র বিশ্বভারতি জোড়াসাকোঁ প্রাঙ্গনে প্রতি বছরের মতো একই রীতি মেনে সকাল ৬-৩০ মিনিটে রবিন্দ্র জয়ন্তী উৎসব পালিত হয়।
এই অনুষ্ঠানে রবিন্দ্র বিশ্বভারতি ভিসি বলেছেন, এবারের অনুষ্ঠানে নতুন আকর্ষন রবিন্দ্র ঠাকুর পরিকল্পিত বিচিত্রা ভবনের দোতালায় অবস্থিত মৃণালিনি দেবী কক্ষ্য ও রবিন্দ্র ঠাকুর দাদা দিজেন্দ্রনাথ ঠাকুর প্রো-পৌত্র দিনেন্দ্রনাথ ঠাকুর কক্ষ্য উন্মুক্ত হল দর্শকদের জন্য।
তিনি আরও বলেছেন, বসন্ত উৎসবে যে পরিমানে জনসমাগম হচ্ছে যেহেতু জোড়াসাকোঁ হেরিটেজ ভবন তাই এই ভবনের নিরাপত্তা কথা চিন্তা করে আগামি বছর থেকে জোড়াসাকো কমিটির সিদ্ধান্তানুসারে আমাদের রীতি অনুযায়ি ঠাকুরবাড়িতে বসন্ত উৎসব পালিত হওয়ার পর, বরকৎকুঁঞ্জ প্রাঙ্গনে বসন্ত উৎসব পালিত হবে জোরাসাকোঁ প্রাঙ্গনে বসন্ত উৎসব আয়োজিত হবে।