র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ওই এলাকায় অভিযানে যায় র্যাব। অভিযানের একপর্যায়ে বনদস্যুদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধ চলে। বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়।
ঘটনাস্থল থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭৭টি গুলি উদ্ধার করা হয়েছে।