অগ্রসর রিপোর্ট : জার্মানিতে নিয়মিত বিরতিতে একর পর এক সন্ত্রাসী হামলার মধ্যেই শনিবার একটি বেকারির সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে চলন্ত গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটেছে।
হেইডেলবার্গের এ ঘটনায় চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ১ বৃদ্ধ, আহত হয়েছেন আরো ২ জন।
আহতদের মধ্যে রয়েছেন ৩২ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক ও ২৯ বছর বয়সী এক নারী, যিনি বসনিয়া হার্জেগোভিনার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আমরা বিষয়টি তদন্ত করে দেখেছি। না, এর পেছনে কোনো সন্ত্রাসী তৎপরতা নেই।
দুর্ঘটনার পর পরই একটি ছুরি নিয়ে চালককে বেরিয়ে যেতে দেখা গেছে, পরে তিনি একটি সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়েন। পরে গুলি করে তাকে গ্রেফতার করে হাসপাতালে নেয় পুলিশ।
পুলিশের মুখপাত্র হেইকো ক্র্যাঞ্জ বলেন, বিশেষজ্ঞরা গাড়িতে থাকা জিনিসপত্র, ডিএনএ ও হাতের আঙ্গুলের ছাপ খতিয়ে দেখছে। সুস্থ হলে ওই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিসেম্বরে বার্লিনে একটি ক্রিসমাস বিপণিবিতানে ট্রাক ঢুকিয়ে দেয়ার ঘটনার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে জার্মান কর্তৃপক্ষ। ওই হামলায় ১২ জন নিহত হন।