এ সময় তিনি বলেন, ‘এলপিজি গ্যাসের সাথে সমতা আনার লক্ষ্যে তথাকথিত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে এলজিপির বাজার তৈরি হবে। ফলে সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী লাভবান হবে।’
মির্জা ফখরুল বলেন,‘আবারও গ্যাসের দাম বৃদ্ধির ফলে প্রতিযোগিতাহীন বাজারে কিছু মুখ চেনা ব্যক্তি অর্জিত মুনাফা গুনবে। আর জনগণ শোষিত হবে।’
তিনি বলেন, ‘সরকার ঘনিষ্ট কয়েকটি ব্যবসায়ী শ্রেণিকে অতিরিক্ত মুনাফা পাইয়ে দিতেই আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি করার আয়োজন করেছে।’
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি কোনো কর্মসূচি দেবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব জানান, পরে জানানো হবে। রাজস্ব আদায়ের এই পথ জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি।