মামলায় ৩৪ জন আসামির মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সালাউদ্দিন আহম্মেদসহ ১৫ জন জামিনে আছেন। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড় এলাকায় ২০ দলের নেতা-কর্মীরা রড, লাঠি, পেট্রোলবোমাসহ অবস্থান নেয়। তারা বলাকা নামের একটি বাসে অগ্নিসংযোগ করে এবং অন্যান্য যানবাহনেও অগ্নিসংযোগের চেষ্টা করে। ওই ঘটনায় যাত্রাবাড়ী থানার এএসআই ইব্রাহিম আকন্দ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে একই থানার এসআই নাসির উদ্দিন গত বছরের ২৪ অক্টোবর আদালতে ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।