ইমিগ্রেশন পুলিশের সিনিয়র এএসপি মো. আব্দুল আল মামুন বলেন, ‘সন্দেহ হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩ জন যাত্রীকে ফ্লাইটে যেতে দেওয়া হয়নি। এই ৭৩ জনের সঙ্গে রিটার্ন টিকিট থাকলেও কোনও ভিসা ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা কেনিয়া যাচ্ছিল। দুবাই থেকে অন্য ফ্লাইটে কেনিয়া যাবে। আফ্রিকার দেশগুলোতে মানবপাচর বেশি হয়, এ সন্দেহ থেকে অনুসন্ধান করে ৭৩ জনকে খুঁজে পাওয়া যায়। তাদের সেই ফ্লাইটে যেতে দেওয়া হয়নি। পাচারকারীর তথ্য পাওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিমান জানিয়েছে, রিটার্ন টিকিট সঙ্গে থাকায় তাদের বোর্ডিং পাস দেওয়া হয়েছে।’
শাহজালালে কেনিয়াগামী ৭৪ বাংলাদেশি উদ্ধার
পুলিশ সূত্রে জানা যায়, এই ৭৪ জনকে বিমানের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নেওয়া হচ্ছিল। সেখান থেকে তাদের কেনিয়ার রাজধানী নাইরোবি অভিমুখী ফ্লাইটে তোলার কথা ছিল। এদের মধ্যে অনেকের রিটার্ন টিকিটও কাটা আছে। সন্দেহ হওয়ায় তাদের আটক করে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।