জানা গেছে, শ্রুতি কোবরা সাপ নিয়ে নিজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন৷ আর তাই, মুম্বাই বন বিভাগ শ্রুতি উলফতের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছে উনি বনবিভাগের নিয়মের বিরুদ্ধাচরণ করেছেন৷ পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই তাকে গ্রেফতার করা হয়৷ রিপোর্ট অনুযায়ী, শ্রুতি একটি কোবরা গলায় জড়িয়ে একটি ভিডিও আপলোড করেন৷ যেখানে তার পাশে এক শিশুশিল্পীও উপস্থিত ছিলেন৷
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ যদিও জানা গেছে, ২০১৬-এর অক্টোবরে শ্রুতি এই ভিডিও দিয়েছিলেন৷ কিন্তু ভাইরাল হওয়ার পরে বনবিভাগ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে৷ ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী শ্রুতিসহ আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷
জানা গেছে, নাগার্জুন ধারাবাহিকের প্রচারের স্বার্থে এই ভিডিওটি তৈরি করা হয়েছিল৷ এই ভিডিওর বিরুদ্ধে বহু অ্যানিমাল রাইটস্ অ্যাক্টিভিস্ট ক্ষোভ প্রকাশ করেন৷ এরপরে ভিডিওটির টেস্টের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়৷ রিপোর্টে বলা হয়, ভিডিওতে দেখতে পাওয়া সাপটি নকল নয়৷ এরপরেই অভিনেত্রীকে নোটিস পাঠানো হয়৷
গত বুধবার জিজ্ঞাসাবাদের জন্য শ্রুতি এবং দু’জন প্রোডাকশন ম্যানেজারকে ডেকে পাঠানো হয়, এবং তারা স্বাকীর করেন ভিডিওর সাপটি আসল সাপ৷ এরপর তাদের আদালতে নিয়ে যাওয়া হয়, এবং একদিনের জেল হেফাজতে পাঠানো হয়৷