চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান ঢাকার লা মেরিডিয়ান হোটেলে উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এ প্রকল্পটি আসলে পলিটিক্যাল কমিটমেন্ট থেকে এসেছে। বন্দরের প্রয়াত সাংসদ নাসিম ওসমান এ প্রকল্পটির জন্য অনেক কষ্ট করেছেন। তিনি আমার কাছে এ সেতুর জন্য অনেকবার এসেছিলেন। আজ আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
প্রসঙ্গত, নতুন এ সেতু নির্মাণ হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-মাওয়া জাতীয় সড়কের সঙ্গেও বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।