বৈঠক সম্পর্কে জানতে চাইলে নতুন নির্বাচন কমিশনার ব্রি.জে. (অব) শাহাদৎ হোসেন চৌধুরী বলেন, ‘সিইসি আমাকে বলেছেন বিকাল চারটার দিকে প্রস্তুত থাকতে। বৈঠক হতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে নতুন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘বিকাল চারটায় আমাকে মন্ত্রিপরিষদ বিভাগে থাকতে বলা হয়েছে। বৈঠক কোথায় হবে আমি জানি না।’
এদিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন আসতে পারে। তবে আমি নিশ্চিত নই।’
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ বলেন, নতুন নির্বাচন কমিশন আসবে কি না সে বিষয়ে আমরা জানি না। কারণ তাদের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কাজ এখন নেই। তবে তারা চাইলে আসতে পারেন।