এরপর বেলা ১২টার দিকে প্রয়াত এই নেতার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে আনার পর সেখানে একের পর এক শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য আমির হোসেন আমু প্রথমে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম, আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহীউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দীন সিরাজ প্রমুখ। জাতীয় হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় প্রয়াত নেতার প্রতি। এদের মধ্যে আছেন প্রধান বিচারপতি এস কে সিনহাও।
সেখানে লাইন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা সুরঞ্জিতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। পরে তার মরদেহ সেখান থেকে দুপুর তিনটার দিকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে।
জাতীয় হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় প্রয়াত নেতার প্রতি। এদের মধ্যে আছেন প্রধান বিচারপতি এস কে সিনহাও।
কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কাছে সুরঞ্জিতের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন রাজনীতিকসহ বিশিষ্টজনেরা।