সাত খুনের ঘটনার সময় র্যাব-১১ এর অধীনে নারায়ণগঞ্জে ছিলেন এনামুল। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার তালতলী গ্রামে।
মাগুরার পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে ফেরত পাঠানোর জন্য কিছুক্ষণের মধ্যে তাকে জেলা আদালতে তোলা হবে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যা করে লাশ ডুবিয়ে দেয়া হয় শীতলক্ষ্যা নদীতে।
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন গত ১৬ জানুয়ারি এ মামলার রায়ে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন, যাদের মধ্যে ১৬ জনই র্যাব সদস্য। এ ছাড়া আরো ৯ জন র্যাব সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।
আসামিদের মধ্য এনামুলকে নিয়ে মোট ২৪ জন এ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে। ১২ জন এখনো পলাতক।