ইরানের ক্রমাগত অস্ত্র সংগ্রহের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপের পর ম্যাটিস এ কথা বলেন।
টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘ইরান বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় একক মদদ দাতা দেশ।’
তবে তিনি জানান, মধ্যপ্রাচ্যে সৈন্য সংখ্যা বাড়ানোর কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন কর্মকর্তারা বলেন, চলতি সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থনের কারণে
শুক্রবার দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপ করা হয়।
হুতি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের একটি রণতরী লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরান ‘সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা’ : ম্যাটিস
অগ্রসর রিপোর্ট : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস শনিবার বলেছেন, ইরান বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা দেশ।