অগ্রসর রিপোর্ট : ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, এবারের বই মেলার প্রতিটি ইঞ্চি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। আজ মঙ্গলবার বইমেলা প্রাঙ্গণের ডিএমপি কন্ট্রোল রুমের সামনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি আরও বলেন, অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের দলও দায়িত্ব পালন করবে। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত কোনো বহিরাগত গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। যে সকল গাড়িতে বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিল অথবা জরুরি কাজের জন্য ব্যবহার করা গাড়ি এর আওতামুক্ত। আলোর নিশ্চয়তার জন্য সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দুটি জেনারেটরেরও ব্যবস্থা করা হয়েছে।