টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ট্রেনটি ছত্তিশগড় রাজ্যের জগদলপুর থেকে উড়িষ্যার রাজধানী ভূবনেশ্বর যাচ্ছিল। কী কারণে সেটি লাইনচ্যুত হয়েছে তা স্পষ্ট নয়।
পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা জে পি মিশ্র বলেন, ট্রেনটির ৭টি বগি ও ইঞ্জিন ছাড়াও মালবাহী একটি ভ্যান, দুটি জেনারেল কোচ, দুটি স্লিপার কোচ, একটি এসি থ্রি টায়ার কোচ ও একটি এসি টু টায়ার কোচ লাইনচ্যুত হয়েছে।
জে পি মিশ্র জানান, উদ্ধারকর্মীরা প্রায় একশ’ যাত্রীকে ট্রেন থেকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে পাঠিয়েছেন।
ভারতে প্রতিদিন প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ বিস্তৃত ট্রেন নেটওয়ার্ক ব্যবহার করে। কিন্তু যন্ত্রপাতি পুরনো হওয়ায় প্রায়ই সেখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। গত নভেম্বরে উত্তর প্রদেশের কানপুরে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৪২ জন নিহত হয়।