এই মাসের শুরুর দিকে শুধু চিনা বাজারে নোকিয়া ৬ লঞ্চ করার কথা ঘোষণা করেছিল এইচএমডি গ্লোবাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, চীনের বিশাল এবং সম্ভাবনাময় স্মার্টফোন বাজারের কথা বিবেচনা করেই অ্যান্ড্রয়েড নোকিয়ার প্রথম এই স্মার্টফোন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুটা ভালো হলেও চিনে নোকিয়া ৬ স্মার্টফোনটিকে বেশ প্রতিযোগিতার মধ্য দিয়েই যেতে হবে। কারণ, শুধু নোকিয়া ৬-ই নয়, ফেব্রুয়ারির শেষের দিকে চীনে বেশ কিছু নতুন স্মার্টফোন আসছে বলে জানা গেছে। এখন দেখার বিষয় এই প্রতিযোগিতার বাজারে নোকিয়া মানুষের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।