প্রসঙ্গত, জাকির নায়েকের বিরুদ্ধে মামলার হওয়ার পর গত বছরের ১৯ নভেম্বর এনআইএ মুম্বাইতে আইআরএফের ১০টি প্রতিষ্ঠানে অভিযান চালায়। আইআরএফকে নিষিদ্ধ সংস্থা বলে ঘোষণা দেওয়ার পর তদন্ত সংস্থা এ অভিযান শুরু করে।
উল্লেখ্য, গত ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানে এক হামলায় ২৫ জনের বেশি নিহত হয়। যাদের অধিকাংশ ছিল বিদেশি। হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ উঠে। এরপরই বিভিন্ন সংস্থা জাকির নায়েক ও তার প্রতিষ্ঠানের তদন্ত শুরু করে। নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মুম্বাই থেকেও বেশ কিছু যুবক জঙ্গি সংগঠন আইএসে নামে লিখিয়েছে বলে অভিযোগ আছে।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মালয়েশিয়ায় জাকির নায়েকের বক্তব্যে নিষেধাজ্ঞা আছে। সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ সম্প্রতি বাংলাদেশ ও ভারতে নায়েক পরিচালিত পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।