ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৬৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালের ১২ জুন ডিএসইতে দুই হাজার ৭১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সূচকের ঊর্ধ্বমুখিতা থাকায় সাধারণ গ্রাহকের মধ্যে বিনিয়োগের আগ্রহ বেড়েছে। বাজারে নতুন বিনিয়োগকারী আসছেন। তবে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বাজারে লেনদেন এবং সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে আছে। এটা যেমন ভালো তবে, এর বিপরীত দিকও আছে। তবে এখন যারা বাজারে বিনিয়োগ করবে, তাদের অনেকটা হিসাব করে বিনিয়োগ করতে হবে। কোনোভাবে গুজবে কান দেওয়া যাবে না। বাজের একটা কুচক্র থাকে, যাদের কাজ হচ্ছে গুজব সৃষ্টি করে শেয়ারের দাম বাড়ানো বা কমানো।’
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।