বেস্ট উল সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক ২.৮২ মিলিয়ন ডলার ঋণের একটি প্রস্তাব পেশ করেছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ট্রাসট ব্যাংক লিমিটেডের মাধ্যমে ২.২৭ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) ওয়াল্ড ব্যাংক এফএসএসপি’র আওতায় মোট ৩৫০ মাকির্ন ডলার প্রদান করেছে। দেশে উৎপাদনশীল খাতের জন্য দীর্ঘ মেয়াদি ঋণের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংক দেশের রফতানিমুখি শিল্পে দীর্ঘমেয়াদি লোন বিতরনে ৩১টি ব্যাংকের সাথে পৃথক পার্টিসিপেটিং ফিনান্সিয়াল ইনিস্টিটিউট (পিএফআই) চুক্তি স্বাক্ষর করেছে। মোট অর্থের মধ্যে বিশ্ব ব্যাংক ৫শ’ মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং বাকি অর্থ বিবি’র নিজস্ব তহবিল থেকে দেয়া হবে। প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ মার্চ।
দীর্ঘ মেয়াদি অর্থায়নের জন্য এফএসএসপির অধিনে ব্যাংকগুলো ২.৫ থেকে ৩.৫ শতাংশ সুদে ৫ থেকে ১০ বছর মেয়াদি উৎপাদনমুখী শিল্পে ঋণ দিতে পারবে।