আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, আমরা শুধু প্রশ্নটা তুলতে চায় একজন মানুষ মারা গেলো তাকে দাফন করা হলো অর্থাৎ অনেকেই জানলো অথচ সেটা রিপোর্ট করা হলো না কেন?
এর আগে গত ১১ ডিসেম্বর ওয়াজউদ্দিনকে পলাতক আসামি হিসেবে দেখানো হলে, তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
কিন্তু ময়মনসিংহ থানার একজন পুলিশ কর্মকর্তা বিবিসি কে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া মৃত্যু সনদে দেখা গেছে, প্রায় ৮ মাস আগে ২০১৬ সালের ৭ মে ওয়াজউদ্দিন মারা গেছেন। সূত্র: বিবিসি বাংলা।