
তিনি বলেন, আইনের খসড়ায় অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য প্রটেক্টশন অব রাইটস অব অল মাইগ্রেন্ট ওয়ার্কার্স এন্ড মেম্বারস অব দ্যায়ার ফ্যামেলিস.১৯৯০-এর আলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি, এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সনদের প্রতি সঙ্গতিপূর্ণ বিধান প্রণয়ন ও এই সকল উদ্দেশ্য পূরণ কল্পে দায়িত্ব পালন ও কার্যক্রম পরিচালনায় এই আইন প্রণয়ন করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
এই বোর্ড প্রতিষ্ঠা হলে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য বর্তমানে যে প্রবাসী কল্যাণ তহবিল রয়েছে তা বিলুপ্ত হয়ে যাবে এবং কল্যাণ তহবিলের সকল সম্পদ এই বোর্ডের অধীনে ন্যস্ত হবে।
আইনের খসড়ায় কমপক্ষে ৩ জন নারী সদস্যকে বোর্ডে রাখার বিধান করে খসড়া প্রণয়ন করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ১৬২টি দেশে প্রায় এক কোটি ৩ লাখ প্রবাসী বাংলাদেশী কর্মী কাজ করছেন। এরমধ্যে শুধু ২০১৬ সালেই প্রায় সাড়ে ৭ লাখ কর্মী বিদেশে কাজ করতে গেছেন বলে সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী নূরুল ইসলাম জানিয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিকও রয়েছেন বলে তিনি জানান।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৯ থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরে ২৪ লাখ ৫১ হাজার ৯৩ জন কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ২১৩ জন নারী কর্মী রয়েছেন। সরকার প্রবাসী ১ কোটি কর্মী ও তাদের ৪ কোটি পরিবারের সদস্যদের কল্যাণে এই বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়ে জনসাধারণের মতামতের জন্য এই আইনের খসড়া প্রণয়ন করেছে। খসড়ায় তিন জন নারীসহ ১৫ সদস্য এই বোর্ডের চেয়ারম্যান হবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব।
আইনের খসড়ায় এই বোর্ডে যুগ্ম সচিবের পদ মর্যাদায় একজন মহাপরিচালক নিযুক্ত হবেন বলে উল্লেখ করে সকল উদ্দেশ্য ও বিষয়াবলী রয়েছে।