তিনি বলেন, রাহিল শরীফকে নিয়োগ দেয়ার আগে পাক সেনা সদর দফতর থেকে প্রয়োজনীয় অনুমোদন নেয়া হয়েছে। এ ছাড়া, পাক সরকারের ইচ্ছা অনুযায়ীই তাকে নিয়োগ দেয়া হয়। অনেক দিন ধরেই এ নিয়ে আলাপ-আলোচনা চলছিল এবং পাক প্রধানমন্ত্রী এ বিষয়ে অবহিত আছেন বলে উল্লেখ করেন তিনি। অবশ্য এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে অস্বীকার করেন খাজা আসিফ।
গত বছরের নভেম্বর মাসে সেনা প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন রাহিল শরীফ।
ইয়েমেনে এক তরফা আগ্রাসন শুরুর পর ২০১৫ সালে কথিত ইসলামি সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। ৩৪টি দেশকে নিয়ে এ জোট গঠনের কথা বলা হলেও অনেক দেশের নাম তাৎক্ষণিক ভাবে তাদের অজ্ঞাতেই ঘোষণা করা হয়েছিল কোনো কোনো খবরে দাবি করা হয়েছিল।