তিনি বলেন,‘ ‘আমরা কনফিডেন্ট, আগুন আমাদের আওতায় রয়েছে। আল্লাহ চাইলে আর বাড়তে পারবে না। ভেতরে ছোট ছোট আগুন রয়েছে, যাকে আমরা স্পট আগুন বলি। সেগুলো ছড়ানোর জন্য ডিএনসিসির মেয়র মহাদয়ের কাছে সরঞ্জম চেয়েছি, তিনি আশ্বস্ত করেছেন। সরঞ্জম পেলে আমরা কাজ শুরু করবো। তবে আগুন আর বাড়তে পারবে না।’
আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লাগার বিষয়ে তিনি বলেন, ‘মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেই। সাতশ মিটার দূর থেকে ঝিল, লেক থেকে পানি আনতে হচ্ছে। সেখানে টাইম কিলিং (সময় নষ্ট) হচ্ছে।’
শাকিল নেওয়াজ আরও বলেন, ‘আমাদের ছেলেরা ঝুঁকি নিয়ে কাজ করছে। ফায়ার সার্ভিস মানুষের জীবন বাঁচায়।’