গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এ নৌকাগুলো ফেরত পাঠানো হয়।
টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, ৩৭টি নৌকার প্রতিটিতে ১০-১৫ জন করে রোহিঙ্গা ছিল। এ হিসাবে ৪ শতাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
এ ছাড়া কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ৩৩ জনকে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।
গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের হামলায় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর নয় সদস্য নিহত হয়। এরপর রাজ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে, সেনারা রোহিঙ্গাদের ধর্ষণ, নির্যাতন ও হত্যা করছে। প্রতিদিনই এসব খবর আসছে বলেও জানিয়েছে জাতিসংঘ। নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। অনেকে এরই মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এ ছাড়া অনেককে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমারে।