অগ্রসর রিপোর্ট : ১৭৪ টি কেন্দ্রের মধ্যে ১৭৪ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১,৭৪,৬০২ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬,৭০০ভোট।
প্রসঙ্গত, উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাাচনের ভোট গ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন নিয়ে আইভী ও সাখাওয়াতের ছোটখাটো কিছু অভিযোগ ছিল। কিন্তু গুরুতর অনিয়মের কোনো অভিযোগ তাদের তুলতে দেখা যায়নি। নির্বাচন চলাকালে তেমন কোনো অপ্রীতিকর বা সহিংস ঘটনার খবর মেলেনি।