প্রতিনিধি দলে আরও আছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল করিম আব্বাসী, মামদুদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ, আবদুল গনি, মো. কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। জানা গেছে, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য কয়েকজন ব্যক্তির নাম প্রস্তাব করবে বিএনপি-জোটের শরিক এলডিপি। এ বিষয়ে রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাবনাও তুলে দেবে দলটি। সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে নিযুক্ত হতে পারেন, এমন সম্ভাব্যদের তালিকা দেবে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।
এ বিষয়ে বুধবার দলটির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমরা বিএনপির প্রস্তাব অনুসরণ করব না। তবে কিছুটা মিল থাকতেই পারে। নিজস্ব কিছু বক্তব্য থাকবে। নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হবে। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে তার উদ্যোগ প্রশংসনীয়।’