উল্লেখ, ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি নানা অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ, কোনো কারণে ছাঁটাই হলে নিয়ম অনুযায়ী প্রাপ্য পরিশোধ এবং ছুটিকালীন বেতন বহাল রাখার দাবিতে গত সোমবার থেকে আন্দোলন শুরু করেন ওই এলাকার তৈরি পোশাক শ্রমিকরা।
সেদিন আশুলিয়ার জামগড়া এলাকার উইন্ডি গ্রুপের শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। তারপর গত এক সপ্তাহ ধরে শ্রমিকেরা একই দাবিতে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে গত রোববার ১২টি কারখানার পোশাক শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন।
এ প্রেক্ষিতে গতকাল সোমবার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।