গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কেমিক্যালযুক্ত পানি দিয়ে এয়ারক্রাফটের ইঞ্জিনের বেড পরিষ্কারের সময় রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন বিমানের এক জুনিয়র টেকনিক্যাল অফিসার। বিমান কর্তৃপক্ষ অতি গোপনে বিষয়টি তদন্ত করে সেই অফিসারকে বরখাস্ত করেছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিমান মন্ত্রনালয়কে এ ঘটনা জানানো হয়নি। এ বিষয়ে আমাদের জানা নেই।’
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামতের করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী সফরসঙ্গীরা বুদাপেস্টে পৌঁছান।
বিষয়টি খতিয়ে দেখতে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ টেকনিক্যাল কর্মকর্তা ক্যাপ্টেন ফজলে মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি এবং বেসরকারি বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।