অনলাইন ডেস্ক- ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে একটি হিন্দু মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত এগারো জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো কুড়ি জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, দেওঘরের ওই মন্দিরটিতে বহু পূণ্যার্থী হিন্দুদের একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। আজ (সোমবার) ভোরে ‘বৈদ্যনাথ জোতির্লিঙ্গ’ নামে ওই মন্দিরটির ফটক খোলার সাথে সাথে একযোগে সব পূন্যার্থী মন্দিরটিতে প্রবেশের চেষ্টা চালালে এই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য ভারতে ধর্মীয় উৎসব চলাকালে প্রাণঘাতী দুর্ঘটনার খবর নতুন নয়। গত অক্টোবর মাসে মধ্যপ্রদেশের রতনগড় মন্দিরে হিন্দুদের একটি উৎসবে একই ধরণের ঘটনায় ৯১ জনের মৃত্যু হয়।