উপশহর এলাকার ২ নম্বর সেক্টরে এক বাড়ির নিচতলায় চেং হি সংয়ের আমদানি করা যন্ত্রাংশের গুদাম থেকেই আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে একজন ওই চীনা নাগরিকের ব্যবসার কেয়ারটেকার ও দোভাষী নাজমুল হাসান (২২)। অন্যজন তার ভাইপো মুক্তাদির রহমান রাজু। তাদের দু’জনেরই বাড়ি নেত্রকোণা জেলায়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, চেং হি সং নামের ৪৫ বছর বয়সী ওই চীনা নাগরিক বছর পাঁচেক ধরে বাংলাদেশে বসবাস করে আসছিলেন। চীন থেকে ইজিবাইকের যন্ত্রাংশ আমদানি করে যশোরে ব্যবসা করতে তিনি।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘চ্যাং হিং সং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে এনে বিক্রি করতেন। তিনি শহরের নিউ মার্কেট এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলা ভাড়া থাকতেন। তার সঙ্গে কর্মচারী নেত্রকোনার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন। বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে জানান, চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অর্থনৈতিক লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে।