চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাকাল থেকে দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রাম হিসেবে ব্যবহার করা হয়। ফলে দাঁড়িপাল্লা অন্য কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার করা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। এতে বলা হয়, এমতাবস্থায়, সুপ্রিম কোর্টের ফুটকোর্ট সভার সিদ্ধান্ত মোতাবেক কোনও রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বা কোনও নির্বাচনের প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ প্রদান না করা এবং যদি বরাদ্দ প্রদান করা হয়ে থাকে তাহলে উক্ত বরাদ্দ বাতিল করার জন্য প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।