ষ্টাফ রিপোর্টার- দেশে বেসরকারি ও ব্যক্তিপর্যায়ের প্রতারণা ও জালিয়াতির মামলাগুলো দুর্নীতি দমন কমিশন দুদক-এর হাত থেকে সরিয়ে পুলিশের হাতে দেয়া হচ্ছে। দুদক শুধু সরকারি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির মামলাগুলো তদন্ত করবে বলে প্রস্তাব করা হচ্ছে। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে সোমবার ‘দুনীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৫’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি সম্পত্তি সম্পর্কিত এবং সরকারি ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতি মামলা ছাড়া অন্যান্য প্রতারণা ও জালিয়াতি মামলার দায়িত্ব এখন পুলিশ পাবে।
দুদকের কাছে প্রতারণা ও জালিয়াতির ওপর বিপুল সংখ্যক মামলা জমে থাকায় তার সুষ্ঠু তদন্ত করা যাচ্ছে না বলে সরকারি কর্মকর্তারা বলছেন।