মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বিধান এবং চাকরির অন্যান্য শর্তাবলী) বিধিমালা করার কথা। বিধিমালার গেজেট প্রকাশে বেশ কয়েকবার সময় নিয়েছে সরকার। সর্বশেষ গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৮ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ গেজেট প্রকাশ করতে এক সপ্তাহ সময় দেন। তবে এই সময়েও গেজেট প্রকাশ না হওয়ায় দুই সচিবকে তলব করা হয়।
বিচারকদের চাকরি বিধির খসড়া গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই বলে সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল রবিবার আইন ও বিচার বিভাগ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি পাঠিয়ে তা জানিয়েও দেয়া হয়। আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাষ্ট্রপতির এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, ‘রাষ্ট্রপতিকে ভুল বুঝানো হচ্ছে।’
একই সঙ্গে আপিল বিভাগ আগামী ১৫ জানুয়ারির মধ্যে বিচারকদের চাকরিবিধি প্রণয়নের গেজেট প্রকাশ করার আদেশ দেন।