আজ বুধবার সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাশের বেঞ্চ এ রায় দেন। স্কুল ব্যাগ বহন করা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বলেও রায়ে বলা হয়। ভারী ব্যাগ বহন করানো যাবে না এ বিষয়ে দুই বছর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন কার্যকরে ব্যবস্থা না নেয়ায় উস্মা প্রকাশ করেন আদালত।
এদিকে, হাইকোর্টের দেয়া এ রায়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন, এ রায় শিক্ষার্থীদের পক্ষে গেছে এবং দ্রুত বাস্তবায়নের দাবি তাদের।
গত বছরের ৯ আগস্ট সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ভারী স্কুল ব্যাগ বহন করা বিষয় নিয়ে রিট দায়ের করেন।