তিনি বলেন, আজ বুধবার ৯টা ২০ মিনিটে মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত শেষ হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ব্লাড, ইউরিন, ভিসেরা এবং হার্ট সংরক্ষণ করা হয়েছে। এগুলো পরীক্ষা হয়ে আসার পর মৃত্যুত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
আজ বুধবার সকাল ৯টার কিছু আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ ও আ ক ম শফিউজ্জামান এবং প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ময়নাতদন্ত শুরু করেন। সকাল ৮টার দিতে তার লাশ বারডেমের হিমঘর থেকে ঢামেক হাসপাতালের মর্গে নেয়া হয়।
শাকিলের মরদেহ জানাজার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তার মরদেহ ময়মনসিংহে গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে আরেক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে মারা যান মাহবুবুল হক শাকিলের। তার বয়স হয়েছিল ৪৭ বছর। বিশেস সহকারী হওযার আগে শাকিল প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন।